খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করছে না বিএনপি
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম ‘জন্মবার্ষিকী’ উদযাপন করবে না বিএনপি। রোববার (১৫ আগস্ট) তার জন্মদিন হলেও দিনটিতে কেক না কেটে পরের দিন সোমবার (১৬ আগস্ট) খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা এবং করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণকারী দেশবাসী ও দলের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় সোমবার (১৬ আগস্ট) দোয়া-মাহফিলের আয়োজন করা হচ্ছে। এ জন্য দেশব্যাপী বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করা হচ্ছে। গত ছয় বছর ধরে জন্মদিনের আনুষ্ঠানিকতা বাদ দিয়েছে বিএনপি। এদিন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শুধু মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করবে।
দুই মামলায় ১৭ বছর সাজা হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় দুই বছর কারাগারে থাকার পর সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান। ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি পেয়ে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় উঠেন। সেখানে অবস্থানকালে গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৪দিন সেখানে থাকার পর ১৯জুন রাতে বাসায় ফেরেন তিনি। এর একমাস পর ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেন। আগামী ১৯ আগস্ট দ্বিতীয় ডোজের টিকা নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন স্থিতিশীল আছেন। তার কোনো খারাপ কিছু হয়নি। তিনি টিকা এক ডোজ নিয়েছেন। শিগগিরই দ্বিতীয় ডোজ নেবেন।