গলাচিপায় কবুতরকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৯
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় কবুতর চুরিকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, ফারুক প্যাদা, মিজানুর রহমান প্যাদা, আমির হোসেন প্যাদা, হাজেরা বিবি, কামাল প্যাদা, ছাইফুল প্যাদা, শাহিনুর বেগম, ওলিল প্যাদা, লিজা আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পানখালি গ্রামের প্যাদা বাড়িতে।
আহত ফারুক প্যাদা জানান, শনিবার সন্ধার পরে মিজানুর প্যাদার কবুতর ওলিল প্যাদা চুরি করে। এ নিয়ে বাড়ির ভিতরে দুপক্ষ কথা কাটাকাটির এক পর্যায় চড়াও হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয়পক্ষের ৯জন আহত হয়। আহত কালামপ্যাদা বলেন, আমাদেরকে প্রতিপক্ষরা মারধর করেন। পরে এলকাবাসী আহতদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ডা.সাইফুল ইসলাম বলেন, আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিনিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, যদিও ঘটনাটি শুনেনি তারপরও চৌকিদার পাঠিয়ে দেখছি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আর.এম. শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।