মহানগর বিএনপির “করোনা হেল্প সেন্টারের” উদ্যোগে মাস্ক বিতরণ
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২১
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির “করোনা হেল্প সেন্টারের” উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। শনিবার (১৪ আগষ্ট) সকাল ১০ টায় কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সংগঠনটির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের সভাপতিত্বে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাস্ক বিতরণ কর্মসূচিতে জন-সাধারণকে সচেতন করার আহবান জানিয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা বৈশি^ক মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য মাস্ক পড়ার আহবান জানান। পাশাপাশি যে সকল পথ-চারিরা মাস্ক পড়েননি। তাদেরকে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এ্যাড. রফিক আহম্মেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, ফয়েজ উল্লাহ সজল,
মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর বিএনপি নেতা শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।