রোগীদের সেবায় চলমান মহানগর বিএনপির “করোনা হেল্প সেন্টার”

প্রকাশিত : ১১ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে উদ্ভোধন করা “করোনা হেল্প সেন্টার” থেকে এযাবৎ পযর্ন্ত বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা সেবা গ্রহন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ আগষ্ট) বন্দর থানাধীন সাফদী করোনা ভাইরাস আক্রান্ত আমেনা খাতুনের পাশে দাড়িয়েছে মহানগর বিএনপি।

মঙ্গলবার বিকেলে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দরা আমেনা খাতুনের শ্বাসকষ্টের সমস্যা সমাধানের জন্য গ্যাস সিলিন্ডার তুলে দেন। এ সময় আমেনা খাতুনের পক্ষ থেকে গ্যাস সিলিন্ডার গ্রহন করেন তরিকুল ইসলাম সুজন ও ফারহানা মুনা।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, আরিফুর রহমান আরিফ, সদও খানা তাঁতী দল নেতা মানিক মিয়া প্রমূখ।

 

আপনার মতামত লিখুন :