শ্রেষ্ট ওসি বিনয় ভূষণ রায় ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম
প্রকাশিত : ১০ আগস্ট ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: সিলেট বিভাগের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন কুলাউড়া সার্কেলের (অতিরিক্ত পুলিশ) সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়ায় শ্রেষ্ট ওসি বিনয় ভূষণ রায় ও ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। আজ ১০ আগস্ট ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, ওসি বিনয় ভূষণ রায় ও ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে সিলেট বিভাগের (রেঞ্জ) শ্রেষ্ঠ সার্কেল, ওসি ও পরিদর্শক (তদন্ত) ঘোষণা করেন। বিভিন্ন সময় অপরাধ দমন, মাদক নির্মূল, আসামি গ্রেপ্তারসহ কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার উপর ভিত্তি করে বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয় তাদেরকে।
ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) ছাড়াও অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদ (পিপিএম)-সেবা ও অতিরিক্ত ডিআইজি বিপ¬ব বিজয় তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লে¬খ্য, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় মাদক ও সন্ত্রাস দমন, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় গত ৭ জুন ও ৫ আগস্ট মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সার্কেল ও ওসি হিসাবে পুরস্কৃত করা হয়। একইসাথে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় গত ৫ আগস্ট জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন।