সাবেক অর্থমন্ত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন পৌর বিএনপি‘র নতুন কমিটি
প্রকাশিত : ৯ আগস্ট ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার পৌর শাখার নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মাটি ও মানুষের নেতা জননেতা মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় আজ ৯ আগষ্ট দুপুরে। নেতিৃবৃন্দরা সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমদ্দন গ্রামে মরহুমের কবরে এ শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি জননেতা এম.নাসের রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, ১ম যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক এম. ইদ্রিস আলী। থানা বিএনপি‘র সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু। পৌর বিএনপি‘র নবনির্বাচিত সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক,সারওয়ার মজুমদার ইমন, যুগ্ম সম্পাদক সালাম আহমেদ জিতু,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন। এসময় তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মোনাজাত করেন।