বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু
প্রকাশিত : ৬ আগস্ট ২০২১
বরিশালের দুটি হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ৪২ ভাগ করোনা শনাক্ত হয়েছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩৪৩ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৮৩ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৩৬ জন রোগী। এর মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন করোনায় আক্রান্ত ছিলেন। আজ সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৮০ জন রোগী।
এদিকে করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে (সদর) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ১০০ শয্যার এই হাসপাতালে আজ সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৪৪ জন রোগী। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। গতকাল বৃহস্পতিবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৪২ ভাগ।