আমতলীতে শেখ কামালের জন্মদিন পালিত
প্রকাশিত : ৫ আগস্ট ২০২১
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, আমতলী থানার ওসি মোঃ শাহআলম হাওলাদার, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ কবির দেওয়ান, চুনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির প্রমুখ।
আলোচনা ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত লোকজনের মাঝে একটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।