কলাপাড়ায় তৃনমূল পর্যায়ে ৭ আগষ্ট থেকে শুরু হচ্ছে করোনা টিকার কার্যক্রম

প্রকাশিত : ৪ আগস্ট ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় তৃনমূল পর্যায়ে ৭ আগষ্ট থেকে শুরু হচ্ছে করোনা টিকা কার্যক্রম। উপজেলার ১২টি ইউনিয়নের ১২ টি ওয়ার্ডে অনলাইনে রেজিষ্ট্রেশন ছাড়াই জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দিয়ে টিকা নিতে পারবে সাধারন মানুষ।এ লক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসহান মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট প্রমুখ।

এছাড়া এ সভায় উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়াম্যান ও কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, টিকা গ্রহীতার সর্ব নিম্ন বয়স হতে হবে অন্তত: ১৮ বছর। তৃনমূলের এ টিকা কার্যক্রম সফল করার লক্ষ্যে স্বাস্থ্য কর্মী, নার্স ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের নিয়ে একদিনের প্রশিক্ষন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিন দিনে এ উপজেলায় ২১ হাজার ৬০০ জনকে টিকা দেয়া হবে। প্রতিদিন সকাল ৯ টায় ১২ ওয়ার্ডে এক যোগে এ কর্যক্রমে শুরু হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার, তৃনমূল পর্যায়ে টিকা কার্যক্রমে সুবিধা পাবে সাধারন মানুষ।

উলেখ্য এ উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ১৪ জনের শরীরে। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮’শ ১০ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬’শ ৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭৪ জন। এ পর্যন্ত ৩৮’শ ৫৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :