কালিকাপুর নূরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আঃ জব্বার আর নেই
প্রকাশিত : ৩ আগস্ট ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: কালিকাপুর নূরিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক সকলের পরিচিত বাংলা স্যার ও বাংলাদেশ জামিয়াতুল মোদারেছিন গলাচিপা উপজেলা শাখার সভাপতি আঃ জব্বার (৫৮) আর নেই। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার সকাল ৭টা ৩০মিঃ সময় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ….রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৪মেয়ে ও ১ছেলে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ৭ টায় তাঁর প্রিয় কর্মস্থল কালিকাপুর নূরিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা মাঠে ১ম ও পটুয়াখালী পুকুরজনা নিজ গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখা নেতৃবৃন্দ, গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠন,ন প্রেসক্লাব ও নানা শ্রেনি পেশার লোকজন শোক জানিয়েছে।