জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনার্স পড়ুয়া ছাত্রী অনশন
প্রকাশিত : ৩১ জুলাই ২০২১
জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন অনার্স পড়ুয়া এক ছাত্রী। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে প্রেমিক ইলিয়াস হক ওরফে অন্তর চম্পট দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বগারচর ইউনিয়নের খাসের গাঁও এলাকায়।
ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও জামালপুর জাহেদা শফি মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসমীন আক্তারের (২২) সঙ্গে পার্শ্ববর্তী খাসের গাঁও গ্রামের শফিউল হকের ছেলে ইলিয়াস হক অন্তরের ৯ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।
মাঝে মধ্যে তারা দুজন একান্তভাবেও দেখা করতো। ছাত্রীর পরিবার জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তর তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন। শুক্রবার সকালে প্রেমিক অন্তর ফোন করে ওই কলেজ ছাত্রীকে তার বাড়িতে দেখা করতে বলে। পরে কলেজছাত্রী ইয়াসমীন প্রেমিক ইলিয়াস হক অন্তরের বাড়িতে যায় এবং তাকে বিয়ে করার জন্য ইলিয়াস হক ওরফে অন্তরকে বলেন। অন্তর বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিয়ের দাবিতে সেখানেই অনশন শুরু করেন ওই কলেজছাত্রী।
অনশন শুরু করার পর প্রেমিক অন্তর বাড়ি থেকে পালিয়ে গেছে। অনশনকারী কলেজ ছাত্রীর ভাই জানান, আমার বোনকে বাড়ি থেকে বের করতে তারা শারীরিক নির্যাতন করেছে এমনকি কিছু খেতেও দিচ্ছে না তাকে। ওই কলেজছাত্রী জানান, আমার সরলতার সুযোগ নিয়ে অন্তর আমার সর্বনাশ করেছে। আমি আমার অধিকার প্রতিষ্ঠা করেই বাড়ি ফিরব।