করোনাতে করনীয়: মোঃ আব্দুর রহমান
প্রকাশিত : ১২ মার্চ ২০২০
করোনাতে করনীয়:
করোনা রোগের আতঙ্কে আজ ভয়ের কিছুই নাই,
হটলাইনেতে ফোনটা করিলে সেবার আভাস পাই।
বাড়ীতে বসেই ফোনের কথায় জানতে পারেন সব,
স্বাস্থ্য কেন্দ্রে লাগলে যাওয়া পাবেন তাঁদের রব।
পনের মিনিট থাকলে বসায় করোনা রোগীর পাশে,
ভুগতে পারেন একই রোগের জীবানু ছোঁয়ার রেশে।
সম্ভব হলে গণবাসে করে যাতায়াত বাদ দিন,
হাত না মিলিয়ে,বুকে না জড়িয়ে কথায় রাঙিয়ে নিন।
প্রয়োজন ছাড়া জনগন ভীড়ে ঘুরাটা কমানো চাই,
হাতের তালুটা বিশ সেকেন্ড সাবানে ঘষুন ভাই।
আঙুলের ফাঁকে সাবানে ঘষিয়া ধুয়ে নিতে হবে হাত,
কফ-থুতুগুলো গায়ে না লাগার বাহির করুন পথ।
মুখোশ বেচার সেবাটুকু যাঁরা নিলেন নিজের কাঁধে,
সেবার নামেতে বেশি টাকা নিলে বদনাম কানে বিধে।
যুবক সমাজ করোনা রোগেতে ভুগছে কিন্তু কম,
বৃদ্ধ লোকের রোগে পরা আজ পড়েছে অনেক ধুম।
আগে থেকে যাঁরা ভুগছে রোগেতে, তাঁদের একটু ভয়,
ভাল করে ধুয়ে রান্না করিয়া সেদ্ধ খাইতে হয়।
চীন দেশে আজ নিরাময় পেয়ে ফিরছে রোগীরা ঘরে,
সজাগ থাকিয়া আমরা চলিলে ভয় নাই প্রাণ তরে।
মোঃ আব্দুর রহমান(পিয়ার),কালীগঞ্জ,ঝিনাইদাহ