ফতুল্লায় ইয়াবাসহ র‍্যাবের জালে শীর্ষ মাদক ব্যবসায়ী টিকি মরা লিটন

প্রকাশিত : ২৮ জুলাই ২০২১

ফতুল্লা থানা পুলিশের পুরস্কার ঘোষিত ও তালিকাভুক্ত শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী, হত্যা,ডাকাতি,মাদকসহ এক ডজন  মামলার আসামী বাহাউদ্দিন আহম্মেদ লিটন ওরফে টিকি মরা লিটন(৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৩’র সদস্যরা। গ্রেফতারকৃত লিটন ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর খোঁজপাড়ার মৃত ফজলুল হকের পুত্র।

 

সোমবার  (২৭ জুলাই) দিবাগত ভোর রাতে তাকে ফতুল্লার দাপাইদ্রাকপুর খোজপাড়া থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত টিকি মরা লিটনের নিকট হতে ৭৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির তিন হাজার টাকা উদ্বার করে র‌্যাব-৩’র সদস্যরা। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত ভোর রাত ৪ টার দিকে র‌্যাব-৩’র সদস্যরা ফতুল্লা থানার দাপা খোঁজপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী বাহাউদ্দিন আহম্মেদ লিটন কে ৭শত৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির তিন হাজার টাকা সহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত লিটন কে মঙ্গলবার সকালে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পরে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :