কুয়াকাটায় ওএমএস’র কর্যক্রম শুরু
প্রকাশিত : ২৭ জুলাই ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ওএমএস‘র কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বৈরী আবহাওয়া মধ্যে এ কর্মসূচি উদ্বোধন করেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।
চলমান লকডাউনের কারণে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের মাঝে তিনটি পয়েন্টে প্রতিদিন ডিলারের মাধ্যেমে ১৮ টাকা করে ৫ কেজি আটা এবং ৩০ টাকা করে ৫ কেজি চাল বিতরন করা হবে। খাদ্য অধিদপ্ত’র উদ্যোগে সকাল ৯ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৬শ জন লোকের মধ্যে আটা ও ৯শ জন লোকের মধ্যে চাল বিতরন র্কাযক্রম অব্যহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার জানান, পৌরসভার তিনজন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলবে।