নওগাঁয় ক্ষদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সমস্যা ও সম্ভবনা বিষয়ক সেমিনার
প্রকাশিত : ১২ মার্চ ২০২০
রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এসএমই ফাউন্ডশনের আয়োজনে ক্ষ‚‚দ্র ও মাঝারি শিল্পের বিকাশে সমস্যা ও সম্ভবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁর উপ-পরিচালক (স্থানীয় সরকার) গোলাম মোঃ শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোঃ জাফর সাদিক, বিসিক এর ডিজিএম মোঃ শামিম হোসেন, জনতা ব্যাংক লি. এর ডিজিএম মোঃ জাহেদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ সরকারী বি এম সি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুল হক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে এস এম ইর উদ্যেক্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।