গলাচিপায় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩৯জনকে জরিমানা

প্রকাশিত : ২৪ জুলাই ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শেষে সরকার কর্তৃক ঘোষিত ১৪ দিন লকডাউনের প্রথমদিনে বিধি নিষেধ অমান্য করায় ৩৯জনকে ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার গোলখালী ও ডাকুয়া ইউনিয়নে দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারিকে এ অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ছয় ব্যবসায়ী ও নয় পথচারিকে ৩৩হাজার ৭০০টাকা জরিমানা করেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম চব্বিশ পথচারিকে ৮হাজার৮০০ টাকা জরিমানা করেন।

 

আপনার মতামত লিখুন :