সিলেটে আরও ৪৪৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫
প্রকাশিত : ২১ জুলাই ২০২১
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও একই সময়ে আরও পাঁচজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছে।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে। সর্বোচ্চ ৪৭৩ জন মারা গেছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৫০ জন ও হবিগঞ্জে ২৮ জন মারা গেছেন। চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৪৫ জন। এদের মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জের ৭০ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও হবিগঞ্জের ২৮ জন রয়েছেন।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৩৪ হাজার ৩০৫ জন। এদিকে, সিলেট বিভাগে আরও ২৩৫ জন করোনামুক্ত হয়েছেন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ২৭ হাজার ২৭৯ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেট বিভাগে ৪১৫ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।