টি-২০ র‍্যাংকিং প্রকাশিত: এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১২ মার্চ ২০২০

টেস্ট ও ওয়ানডের পর সফরকারী জিম্বাবুয়েকে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর এরই সঙ্গে প্রায় ৮ বছর পর টি-টোয়েন্টি সিরিজে কোনো দলকে হোয়াইটওয়াশের স্বাদ পেল মাহমুদউল্লাহ রিয়াদদের দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে শুরুতে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর খেলতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে সফরকারীরা। ১২০ রান তাড়া করে নয় উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশে। খেলতে নেমে ভালোই শুরু করে বাংলাদেশের দুই ওপেনার। লিটন দাস আর মোহাম্মদ নাঈম উড়ন্ত সূচনার পর সৌম্যকে সাথে নিয়ে ২৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে টাইগাররা। ২-০ তে সিরিজ জিতে আইসিসি ট-২০ র‍্যাংকিং এ এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ১০ম স্থানে থাকা বাংলাদেশের অবস্থান এখন ৯ম।

জিম্বাবুয়েকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে ২২৬ রেটিং পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে যাদের রেটিং পয়েন্ট ২২৩।

আপনার মতামত লিখুন :