বন্দরে ১১উদ্যোক্তাকে প্রণোদনার ঋণ প্রদান
প্রকাশিত : ২০ জুলাই ২০২১
নিজস্ব প্রতিনিধি: নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত কোভিড-১৯ প্রনোদনা ঋণ প্রদান করা হয়। চেক বিতরণীতে প্রধান অতিঁথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ।
উপজেলা নির্বহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে চেক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বন্দর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপু। মোট ১১জন উদ্যোক্তা পরিবারের সদস্যদের মাঝে ১৮ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়। এ সময় বন্দর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ভোলানাথ দাশ ও কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাজাহান মোল্লা।