ময়মনসিংহের ত্রিশালে পথশিশু কল্যান ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

প্রকাশিত : ২০ জুলাই ২০২১

এনামুল হক, ময়মনসিংহ: আজ সোমবার (১৯)জুলাই বিকালে পথশিশু কল্যান ফাউন্ডেশন ত্রিশাল শাখার কর্তৃক আয়োজিত, ঈদ – উল – আযহা উপলক্ষে সুবিধা বঞ্চিত, ও পথশিশু মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, এম এম এ মানিক।

সে সময় উপস্থিত ছিলেন পথশিশু কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা জিলুর রহমান আকন্দ,ফেরদৌস আলম শিবিব। অর্থ – সম্পাদক, জাহিদুল ইসলাম।

সহ অর্থ সসম্পাদক, তানজিনা আক্তার মুন্নী, অদম্য স্কুল পরিচালক, জাহিদুল ইসলাম,সহ- স্কুল পরিচালক, মাসুদ রানা, আইটি ও মিডিয়া সম্পাদক,অনিকা বুশরা নিশাত,সহ – আইটি ও মিডিয়া সম্পাদক এবিএস আল আমিন,সহ প্রোগ্রাম সম্পাদক জিন্নাত কাউসার,হাসির খাবার সমন্বয়ক হৃদয় হাসান, ও জিয়াদুল ইসলাম।

 

আপনার মতামত লিখুন :