গলাচিপা হাসপাতালে যুবলীগ নেতার করোনা চিকিৎসার সরঞ্জাম প্রদান
প্রকাশিত : ২০ জুলাই ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় গলাচিপা হাসপাতালে যুবলীগ নেতা করোনা চিকিৎসার সরঞ্জাম প্রদান করেছেন। সোমবার (১৯ জুলাই) সকালে নিজস্ব অর্থায়নে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক করোনা আইসোলেসন কক্ষে উন্নত মানের যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা করলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শিল্পপতি কামরান শাহীদ প্রিন্স মহাব্বত।
করোনা চিকিৎসার জন্য আধুনিক বেড, অক্সিজেন, টিভি, সোফা সেট এবং দুইটি কেবিন সংস্কার ও ৪টি ফ্যান সহ প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়। এ সময় গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মনিরুল ইসলাম ও পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলার মো. শাহিন সহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মনিরুল ইসলাম জানান, সরকারের পাশাপাশি এ ধরনের সেবায় বিত্তবানদের এগিয়ে আসা উচিত।