করোনাভাইরাস: ৩৯ দেশের উপর নিষেধাজ্ঞা জারি করলো সৌদি আরব
প্রকাশিত : ১২ মার্চ ২০২০
ইউরোপিয়ান ইউনিয়নের দেশসহ ৩৯ দেশের বাসিন্দা ও নাগরিকদের ওপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় ইউরোপীয় দেশসহ আরও রয়েছে সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ফিলিপাইনস, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া, জিবুতি ও সোমালিয়া। তবে এসব দেশে থাকা সৌদি নাগরিকরা ভ্রমণ স্থগিতকরণের এই সিদ্ধান্ত কার্যকরের আগ পর্যন্ত দেশে ফিরতে পারবেন।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস রুখতে ইউরোপ থেকে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান ট্রাম্প।