সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী সভা
প্রকাশিত : ১৯ জুলাই ২০২১
হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাপাহার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ এর সার্বিক পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার্স ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার প্রমুখ।
বেশ কয়েকজন পশুপাখি খামারীদের ইস্টল দেখা যায় মেলায় এদের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে ক্রমানুসারে বিভিন্ন অংকের নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এলাকার খামারি ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।