গলাচিপায় অটোরিকশা চোরচক্রের ০২জন গ্রেফতার

প্রকাশিত : ১৪ জুলাই ২০২১

সঞ্জিব দাস, গলাচিপাপটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা চোর সিন্ডিকেটের ০২ জনকে গ্রেফতার ও একটি রিকশা উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।১০ জুলাই গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মোসলেম গাজীর রিকশা বিকল হওয়ায় থানার উত্তর পাশের গেইটের কাছে রাখেন।

সেখান থেকে রিকশাটি চুরি হয় এবং তিনি অনেক খোঁজাখুঁজির পরে থানায় এসে ঘটনাটি জানান।থানার সিসি ক্যামেরার ফুটেজ দেখে গলাচিপা থানা পুলিশ চোরচক্রের ০২ জন সহ রিকশাটি উদ্ধার করে গলাচিপা পৌরসভার ফেরিঘাট এলাকা থেকে।গ্রেফতারকৃতরা হলেন গলাচিপা পৌর শহরের ০১ নং ওয়ার্ডের মোঃকালাম সিকদারের ছেলে মোঃবাদল সিকদার(৩৫) এবং মোঃমানিক হাং এর ছেলে মোঃনয়ন হাং(৪২)।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান,অভিযোগ পাওয়ার পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গলাচিপা থানা পুলিশ ফেরিঘাট এলাকা থেকে অটোরিকশা চোরচক্রের ০২ জনকে গ্রেফতার করে এবং রিকশাটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেন।এ বিষয় একটি চুরি মামলা রুজু করা হয় এবং আসামিদ্বয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

আপনার মতামত লিখুন :