তালতলীতে দেশিয় চোলাই মদসহ দুই কারবারি গ্রেফতার
প্রকাশিত : ১১ জুলাই ২০২১
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার তালতলীতে দেশিয় চোলাই মদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ। শনিবার (১০ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নামেশিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড়ইতলা এলাকার আঃ মান্নান হাওলাদারের পুত্র বেলাল (২৪) ও পার্শ্ববর্তী কবিরাজপাড়া এলাকার মুকুলের পুত্র খলিলুর রহমানকে (৩২) গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার এসআই আমিনুল ইসলাম ৫০০ গ্রাম দেশিয় চোলাই মদসহ আটক করে। আটককৃত দু’জন এলাকার চিহ্নিত মাদকসেবী ও কারবারি।
আটককৃতদের বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে ওই মালামায় গ্রেফতার দেখিয়ে আজ (রবিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
তালতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলেন, দেশিয় তৈরী মদসহ দু’জন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।