ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা কাটাল আর্জেন্টিনা

প্রকাশিত : ১১ জুলাই ২০২১

আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘুচল। ঘুচল ১৬ বছর ধরে প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়খরা। ক্যারিয়ারের অন্তিমলগ্নে থাকা লিওনেল মেসির হাতে দেশের জার্সিতে প্রথম কোনো মেজর শিরোপা উঠল। এসব মিলল, কারণ নেইমারের ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় শিরোপা উঁচিয়ে ধরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শিরোপার মঞ্চে গতবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয় তুলেছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

৯ বারের কোপা চ্যাম্পিয়ন সেলেসাওদের হারিয়ে ১৫তম বারের মতো কোপার শিরোপা জিতল আলবিসেলেস্তেরা। বস প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের পাশে। দুদলের পাশেই এখন সমান ১৫টি করে কোটা আমেরিকা ট্রফি।

 

আপনার মতামত লিখুন :