সিরাজগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইনসহ এক যুবক আটক
প্রকাশিত : ৯ জুলাই ২০২১
সিরাজগঞ্জে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ৩২ লাখ টাকার হেরোইনসহ এক যুবককে আটক করেছে। আটককৃত হেরোইন কারবারি রাজশাহীর গোদাগাড়ী থানার ভাটোপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল্লাহ শাহ (৩৮)। শুক্রবার (৯ জুলাই) রাতের প্রথম প্রহরে সলঙ্গায় থানার চড়িয়া মধ্যপাড়া শামীম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামীম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৩২১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা। আটক আব্দুল্লাহ শাহকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।