সাপাহারে এসিল্যান্ড সোহরাব হোসেনকে পদোন্নতিপ্রাপ্ত সম্মাননা প্রদান

প্রকাশিত : ৮ জুলাই ২০২১

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসনকে পদোন্নতিপ্রাপ্ত সম্মাননা স্মারক -২০২১ প্রদান করা হয়েছে। সাপাহার উপজেলায় কর্মরত সহকারী কমিশার (ভূমি) থেকে সিনিয়র সহকারী সচিব হিসাবে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় সোহরাব হোসেন কে ৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন’র উপস্থিতিতে তারই অফিস কক্ষে আইহাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালেক এর পক্ষ থেকে সম্মননা স্মারক দেওয়া হয়। এ সময় আইহাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালেক সাংবাদিকদের বলেন একজন সরকারি কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার ভূমি সোহরাব হোসেন অত্যন্ত সৎ ও দায়িত্ববান কর্মকর্তা ছিলেন।

বৈশ্বিক দুর্যোগ মরণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে ও অফিসের সমুদয় কার্যক্রমে নওগাঁর সাপাহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন দায়িত্বশীল কর্ম তৎপরতায় উপজেলার সর্বমহলে প্রশংসিত হয়ে উঠেছেন। দীর্ঘ এক বছরের অধিক সময় এ ভাইরাস সংক্রমণ রোধ কল্পে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা সৃষ্টি, প্রবাস ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণ, দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট ও ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকায় অভিযান অব্যাহত রেখে নজির স্থাপন করেছেন সহকারী কমিশনার ভূমি সোহরাব হোসেন ।

আপনার মতামত লিখুন :