ডিএসইসি প্রকাশিত স্মারকবই ‌‌সুবর্ণরেখার মোড়ক উন্মোচন

প্রকাশিত : ৭ জুলাই ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) প্রকাশিত স্মারকবই ‌সুবর্ণরেখার মোড়ক উন্মোচন হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বুধবার দুপুরে তার মিন্টু রোডের বাসবভনে বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় মন্ত্রী স্মারক বইটির ভূয়সী প্রশংসা করেন এবং সাব-এডিটরদের যে কোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মামুন ফরাজী, সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, কোষাধ্যক্ষ অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু, দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবীর আলমগীর ও প্রশিক্ষণ সম্পাদক লাবিন রহমান উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :