বিয়ের দাবি অনশন বিয়ে না করলে আত্মহত্যা হুমকি তরুণী
প্রকাশিত : ৬ জুলাই ২০২১
পাবনার ভাঙ্গুড়ায় বিয়ের দাবি নিয়ে মামুন নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন তার খালাতো বোন। তিনি দাবি করেন, ছয় বছর প্রেম করার পর বিয়ে করতে অস্বীকার করছে মামুন। এমনকি বিয়ে না করলে মামুনের বাড়িতেই আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন অনার্স পড়ুয়া ওই তরুণী। অভিযুক্ত প্রেমিক আব্দুল আলীম মামুন ভাঙ্গুড়া পৌর সদরের দক্ষিণ মেন্দা আদর্শ গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার খালাতো বোনের বাড়ি চাটমোহর উপজেলার সমাজ গ্রামে।
জানা গেছে, আব্দুল আলীম মামুন ও তার খালাতো বোনের মধ্যে ২০১৫ সাল থেকেই প্রেম চলছিল। এমনকি তারা কয়েকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। সম্প্রতি ওই তরুণী বিয়ের কথা বললে মামুন এড়িয়ে যান। এ কারণে শনিবার সকালে তার বাড়িতে বিয়ের দাবি নিয়ে হাজির হন ওই তরুণী। এরপরই বাড়ি থেকে সটকে পড়েন মামুন। ওই রাতে তাদের প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘ সময় সালিশ হয় কিন্তু কোনো মীমাংসা হয়নি।
অনশনরত তরুণীর বড় বোন মুক্তা খাতুন বলেন, দীর্ঘদিন প্রেমের অভিনয় করে মামুন এখন বিয়ে করবে না বলে পালিয়েছে। আমার বোন যদি আত্মহত্যা করে তার জন্য মামুনই দায়ী থাকবে। ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, আমরা বিষয়টি শুনেছি কিন্তু দুই পক্ষের কেউ লিখিত বা মৌখিকভাবে কিছু জানায়নি। এ কারনে কোনো পদক্ষেপ নিতে পারছি না। ভুক্তভোগী চাইলে তাকে আইনি সহায়তা দেয়া হবে।