স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত নেতাদের ২ ঘণ্টার বৈঠক

প্রকাশিত : ৬ জুলাই ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে তার বাসা থেকে বের হয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির অন্য নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২ ঘণ্টা বৈঠক করলেও গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি হেফাজতের নেতারা।

তবে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে নেতাকর্মীদের মুক্তি, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসা খুলে দেওয়াসহ কিছু দাবি জানিয়েছে নেতাকর্মীরা। অন্য একটি সূত্র জানিয়েছে- হেফাজতের নতুন কমিটি ঘোষণার পর তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।

এর আগে সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কালো রংয়ের একটি প্রাইভেটকারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় পৌঁছান হেফাজতের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জুনায়েদ বাবুনগরী। তার সঙ্গে আছেন মাওলানা নুরুল ইসলাম, খাদেম মো. সুফী ও খাদেম নাঈম জুনাইয়েদ।

আপনার মতামত লিখুন :