মেসি জাদুতে কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা
প্রকাশিত : ৪ জুলাই ২০২১
কোপার শুরু থেকে অতটা ভালো না হলেও সময়ের সাথে সাথে আরও ক্ষুরধার হচ্ছে আর্জেন্টিনার খেলা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দেয়ার পর বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। যে জয়ে বড় অবদান রেখেছেন মেসি। রবিবার (৪ জুলাই) ইকুয়েডরের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। যেখানে ডি পল ও মার্টিনেজের গোলে সহায়তার পাশাপাশি নিজেও এক গোল করেন মেসি।
প্রথমার্ধের শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণের খেলায় দারুণ সুযোগ পায় ইকুয়েডরই। ৩৭ মিনিটে দিয়েগো পালাসিওর ক্রসে পা ছোঁয়াতে পারেননি অ্যালান ফ্রাঙ্কো। উল্টো ৪০ মিনিটে গোল হজম করে বসে। মেসি বল বাড়িয়ে দেন ডি পলের কাছে। সহজেই বল ঠিকানায় পাঠান উদিনেসের এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পায় দু দলই। তবে ৮৪ মিনিটে মেসির পাস থেকে লওতারো মার্টিনেজের গোলে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের শেষদিকে ডি বক্সের বাইরে ডি মারিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন হিনকাপিস। সেখান থেকেই ফ্রি কিকে গোল করেন মেসি। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭ টায় মাঠে নামবে মেসিরা৷