বন্দরের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী দিপু সোনারগাঁ পুলিশের হাতে আটক

প্রকাশিত : ৩ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে মিরেরটেক বাজার থেকে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার সন্ত্রাসী ও মাদক মামলায় আসামী দিপু (২৪) ও সহযোগী সাব্বিরসহ জনগন গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ৩ জুলাই শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতাল তদন্ত কেন্দ্রের পাশে মিররেটেক বাজারে সামনে হাইওয়ে রোডে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবুল কালামের ছেলে দিপু ও সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামের ফিরুজ আলীর ছেলে মো.সাব্বিরকে মাসুদ নামের এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় মিরেরটেক বাজার এলাকার উপস্থিত জনগন তাহাকে আটক করে। পরে পুলিশের হাতে হস্তান্তর করে।

এলাকাবাসী কাছ থেকে জানা যায়,সন্ত্রাসী দিপুকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর মদনপুর এলাকা থেকে একদল সন্ত্রাসী রামদা,চাইনিস কুড়াল লাটিসোটা নিয়ে মিরেরটেক বাজার এলাকায় হামলা চালায়। তাদের সন্ত্রাসী হামলা দেখে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশকে জানালে তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন ফোর্স নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে পালিয়ে যায় এবং মো.সাব্বির নামে একজনকে আটক করে। তালতলা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো.ইকবাল হোসেন জানান,খবর পেয়ে আমরা সন্ত্রাসী হামলায় সাথে জরিত দুইজনকে আটক করি।পরে জানা যায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো.দিপু ঢাকা কদমতলী থানা,ডিবিসহ বন্দর থানায় একাদিক সন্ত্রাসী ও মাদক মামলা রয়েছে। তালতলা তদন্ত কেন্দ্রে এঘটনায় মামলা চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :