সিলেটে দ্বিতীয় বিয়ে করায় ৩ ছেলে মিলে খুন করলো বাবাকে

প্রকাশিত : ৩ জুলাই ২০২১

সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় বাবাকে ৩ ছেলে মিয়ে হত্যার করেছে। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাঘা ইউনিয়নের পরগনাবজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৫১)। হত্যাকান্ডের বিষয়টিকে নিশ্চিত করেছেন, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তোতা মিয়া ১৫ দিন আগে আগের স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে নতুন বিয়ে করেছেন। এ বিষয়কে কেন্দ্র করে শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় তার ৩ ছেলে মাসুম আহমদ, তামিম আহমদ ও নাজিম আহমদের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে রাত ৮টার দিকে তোতা মিয়ার ছেলেরা অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি আঘাত করেন। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তোতা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথেই তিনি মারা যান।

আপনার মতামত লিখুন :