চিত্রনায়িকা পরীমণির মামলায় কারামুক্ত হলেন নাসির উদ্দিন

প্রকাশিত : ২ জুলাই ২০২১

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ১৫ দিন কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বৃহস্পতিবার নাসির উদ্দিনের আইনজীবী আমানুল করিম লিটন সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে ঢাকা মহানগর হাকিম বুধবার মাদক মামলায় এবং পরীমণির করা মামলায় মঙ্গলবার নাসির উদ্দিন মাহমুদকে জামিন দেন। গত ১৩ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, চার দিন আগে ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগীরা।

এ ঘটনায় পরদিন সাভার থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন তিনি। পরদিন নাসির উদ্দিন, অমিসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। ওই দিন রাতেই বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করে ডিবি পুলিশ।

আপনার মতামত লিখুন :