ভারতে করোনায় ৪ লাখের বেশি মৃত্যু

প্রকাশিত : ২ জুলাই ২০২১

নভেল করোনাভাইরাসে ভারতে প্রাণহানির সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র-ব্রাজিলের পর পৃথিবীর তৃতীয় দেশ হিসেবে এত মৃত্যু দেখল দক্ষিণ এশিয়ার দেশটি। ভারতীয় গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৩১২ জন মারা গেছেন নতুন রোগটিতে। ব্রাজিলে ইতিমধ্যে ৫ লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা, যুক্তরাষ্ট্রে ৬ লাখ।

ভারতে শুক্রবার দৈনিক মৃত্যু হাজারের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৫৩ জন। গত ২৪ মে মোট মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছিল। অর্থাৎ ১ লাখ কভিড রোগীর মৃত্যু হয়েছে মাত্র ৩৮ দিনে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ হাজার দু’য়েক কম রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন।তবে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় তা ২.৪৮ শতাংশ। সেই সঙ্গে অব্যাহত সক্রিয় রোগীর সংখ্যাও কম। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জন। দেশে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৩৪ কোটির বেশি।

 

আপনার মতামত লিখুন :