রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন
প্রকাশিত : ১০ মার্চ ২০২০
রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি : “দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্ততি টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন করা হয়েছে । এলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, রাণীনগর পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম সাইদি সবুজ খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাকা¡মাম মাহমুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, মুক্তিযোদ্ধা চয়েন উদ্দিন সরকার, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, পারইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান বাবু প্রমূখ।#