মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে ডিজিটাল সিস্টেমে আদালতের কার্যক্রম শুরু
প্রকাশিত : ১০ মার্চ ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে ডিজিটাল সিস্টেমে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান মৌলভীবাজারে যোগদানের পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে বিভিন্ন সংস্কারমুখী ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন।
উক্ত কাজের ধারাবাহিকতায় উক্ত ম্যাজিস্ট্রেসির অধীনস্থ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান-এর দায়িত্বাধীন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে ডিজিটাল সিস্টেমের অংশ হিসেবে তাৎক্ষণিক কম্পিউটারে লিপিবদ্ধ করে সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ, বিভিন্ন আদেশ এবং রায় ঘোষণা ইত্যাদি কার্যক্রম শুরু হয়।
উক্ত কার্যক্রম পর্যায়ক্রমে মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির অন্যান্য আদালতে সম্প্রসারিত হবে। এই কার্যক্রম গ্রহণের ফলে বিচার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং বিচারপ্রার্থী জনগণ দ্রæত বিচারিক সেবা পাবেন।