বেনাপোলে পুলিশের অভিযান মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশিত : ১০ মার্চ ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: বেনাপোল পোর্ট থানাধীন ডুবপাড়া গ্রামের মাঠের মধ্য থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার(১০ মার্চ) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু দাস ও কনস্টেবল মোঃ খলিলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডুবপাড়া মাঠ দিয়ে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মাদক ফেলে পালিয়ে যায়, সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ডুবপাড়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।