কঠোর লকডাউন অবশ্যই মেনে চলতে হবে: মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ

প্রকাশিত : ২৬ জুন ২০২১

ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, নিজের ও অপরের জীবন রক্ষার্থে সরকার ঘোষিত কঠোর লকডাউন অবশ্যই সবাইকে মেনে চলতে হবে। বর্তমান পরিস্থিতিতে লকডাউন ঘোষণা অত্যন্ত সময় উপযোগী। করোনা ভাইরাস সংক্রমণে উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ঘরবন্দি থাকার বিকল্প নাই। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট বাংলাদেশসহ বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশের ৪০টি জেলায় রেড জোন চিহ্নিত করা হয়েছে।

সাধারণ শয্যা সংখ্যা, আইসিইউ বেড বৃদ্ধির পরেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটের প্রায় সকল বেডেই বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এ অবস্থায় ‘ফিল্ড হাসপাতাল’ তৈরির যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অনান্য হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনীয় জনবলের ব্যবস্থা যত দ্রুত সম্ভব নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কমপক্ষে দুই সপ্তাহ ঘরের বাহিরে একেবারেই বের হওয়া উচিত হবে না। ঘরবন্দি থাকাই সর্বোত্তম পন্থা।

বিশেষ জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়াসহ সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ শনিবার ২৬ জুন ২০২১ ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়ার সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিল্টন হলে আজ শনিবার ২৬ জুন ২০২১ইং তারিখে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন বিধিমালা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন। রিসোর্চ পারসন হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মানিত পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আজিজ তাহের খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। কর্মশালায় কেন্দ্রীয় ক্রয় কমিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এই ধরণের কর্মশালা আর্থিক সকল নিয়ম ও বিধি সঠিকভাবে অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে ক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও বিধিমালা-২০০৮’ শীর্ষক কর্মশালা ক্রয়সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রচলিত আইন ও নিয়ম কানুন, আর্থিক বিধি সম্পর্কে প্রয়োজনীয় ধারণা ও জ্ঞানলাভ এবং ক্রয় সংশ্লিষ্ট সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ ভূমিক রাখবে। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে এ ধরণের কর্মশালার আয়োজন অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন :