ভাসানচর থেকে পালানো ১৪ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

প্রকাশিত : ২৩ জুন ২০২১

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুন) দুপুরে মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শিল্প নগরী এলাকা থেকে তাদের আটক করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন এ তথ্য জানিয়েছেন।

আটক ১৪ রোহিঙ্গারা হলেন: মোহাম্মদ রফিক (২৫), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৬), রমজান আলী (১২), কাশ্মীন আক্তার (৯), দেলোয়ার হোসেন (৭), জেসমিন (৩), মো. রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯), আজিজা (১৮), শওকত আরা (১৯) ও মো. জোবায়ের (২)।

নুর হোসেন মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে ট্রলারে করে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরীতে আসেন। সেখানে তাদের দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিরসরাই হয়ে টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা জানিয়েছেন। থানা হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাদের সহযোগিতায় তারা ট্রলারে করে মিরসরাই এসেছে সেটিও জানার চেষ্টা করছি।’

আপনার মতামত লিখুন :