রোমানের সঙ্গে অলিম্পিকে যাবেন দিয়া সিদ্দিকী
প্রকাশিত : ২১ জুন ২০২১
ফ্রান্সে বিশ্বকাপ আর্চারির স্টেজ-৩-এ মেয়েদের এককে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী। ঠিক তারপরই সুসংবাদ পেয়েছেন নীলফামারী থেকে উঠে আসা এই আর্চার। টোকিও অলিম্পিক গেমসে ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নিতে পারবেন তিনি। (সোমবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্চারি ফেডারেশন।
এর আগে বাংলাদেশ থেকে রোমান সানা সরাসরি টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এখন অলিম্পিক আর্চারিতে বাংলাদেশের তিনটি ইভেন্টে খেলার সুযোগ থাকবে। এরই মধ্যে রোমানের সঙ্গে জুটি বেঁধে লুজানে বিশ্বকাপের স্টেজ-২-তে রুপা জিতে সবাইকে চমকে দিয়েছেন দিয়া। তাই টোকিও অলিম্পিকে রোমান-দিয়ার কাছে ইতিবাচক কিছু আশা করাই যায়!