ফতুল্লার বক্তাবলীতে কৃষি জমির মাটি কেটে নিচ্ছে ভূমিদস্যু চক্র

প্রকাশিত : ১৩ জুন ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর গ্রামের কৃষি জমির মাটি কেটে নিচ্ছে একটি ভূমিদস্যু চক্র।

 

তিন ফসলী জমি রক্ষার্থে কৃষক ও জমির মালিক গন মানববন্ধন কর্মসূচি পালন করেও রক্ষা করতে পারছেনা জমির মালিক গন।

 

কৃষি জমি রক্ষার্থে জেলা প্রশাসক সহ বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।

 

জানা যায়,আয়নাল হকের ইট ভাটায় মাটি দিচ্ছে একটি ভূমিদস্যু চক্র।

 

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, যারা ভূমি রক্ষার জন্য আন্দোলন করেছে তাদের একটি গ্রুপ আয়নালের ইট ভাটায় তিন ফসলী কৃষি জমির মাটি ট্রলার ভরে নিয়ে যাচ্ছে। ভূমিদস্যুচক্র কারো কোন কথা মানছেনা।প্রতিবাদকারী দের নানান ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

জানা যায়,স¤প্রতি তিন ফসলী জমি রক্ষার্থে কৃষক ও এলাকাবাসী একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তা সত্বেও ভূমিদস্যুগনরা প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে দিচ্ছে।

 

ইতিপূর্বেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তিন ফসলী জমিতে কোন স্থাপনা, শিল্প প্রতিষ্ঠান নির্মাণ,বালু ভরাট ও মাটি কাটা যাবেনা সেই নির্দেশ অমান্য করে স্থানীয় ভূমিদস্যুচক্র মাটি কাটা অব্যাহত রয়েছে।

 

মাটি কাটা বন্ধে স্থানীয় বাসিন্দারা জেলাপ্রশাসক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন :