কৃষি কাজের সহজ সমাধান আধুনিক যন্ত্রপাতি
প্রকাশিত : ৬ জুন ২০২১
সময়ের সাথে সাথে বর্তমান বাংলাদেশে বহুমুখী শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠলেও আজও এদেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আর তাই এখনো বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ হিসেবে পরিচিত। বিশ্বে খাদ্যশস্য উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশের রয়েছে বিশেষ সুনাম। এই কৃষিতেই একসময় মানুষ অনেক বেশি পরিশ্রম করেও আশানুরুপ ফসল উৎপাদন করতে ব্যর্থ হতো। কিন্তু বর্তমানে কৃষিতে সংযুক্ত হয়েছে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান। আর এরই ফলশ্রুতিতে এদেশে কৃষিতে এসেছে সমৃদ্ধি। কৃষকেরা এখন অল্প পরিশ্রম করেই অল্প জমি চাষ করেই দ্বিগুণের চেয়েও বেশি শস্য উৎপাদন করতে সক্ষম হচ্ছেন।
কৃষির অন্যতম চমক হলো আধুনিক প্রযুক্তির সব কৃষিজ যন্ত্রপাতি। যা ব্যবহার করে এখন কৃষি কাজ হয়ে ঊঠেছে একেবারে সহজ। কৃষক নিজের জমি নিজেই এখন চাষ করতে পারে। যা সনাতন পদ্ধতিতে অনেক লোক জনবলের প্রয়োজন হতো। যা কৃষকের জন্য লাভের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল ছিল যার ফলে অনেকেই কৃষি থেকে কৃষকেরা ধীরে ধীরে দূরে সরে আসতো। আর এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার ফলে এখন অনেক শিক্ষিত যুবকরাও নতুন করে কৃষি নিয়ে ভাবছে এমন নতুন নতুন কৃষি উদ্যোগতা তৈরি হচ্ছেন।
সনাতন পদ্ধতিতে কৃষি কাজগুলো এখন প্রযুক্তি নিয়ে এসেছে হাতের মুঠোয়। বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি যেমন কৃষি জমি প্রস্তুতের জন্য রয়েছে পাওয়া টিলার বা ট্রাক্টর, ফলস রুপনের জন্য রয়েছে ফসল রুপনকারি যন্ত্র তারপর সেট কাটার জন্য রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ফসল কাটার যন্ত্র রাইস হার্ভেস্টার। এভাবে প্রতিটি ধাপের ব্যবহৃত হচ্ছে নানান ধরনের প্রযুক্তি যা একজন কৃষকের পক্ষে সবগুলো কাজ খুবই অল্প সময়ে ও অল্প পরিশ্রমে করে ফেলা সম্ভব হচ্ছে।
কৃষিকাজের এই সকল যন্ত্রপাতি এখন বাহিরের কোন দেশ থেকে নয় বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। দেশের যে কোন প্রান্ত থেকে কৃষিকাজে ব্যবহৃত সকলপ্রকারের আধুনিক কৃষিজ যন্ত্রপাতি অনলাইন ওয়েবসাইট বিডিস্টল.কম থেকে সরাসরি নিতে পারবেন।