বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস
প্রকাশিত : ৯ মার্চ ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ সমতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপিত হয়েছে। আজ ৮ মার্চ ২০২০ইং তারিখে জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় র্যালি ও সকাল ১১টায় আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া স্যারের নেতৃত্বে অত্র বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। সকাল ১১টায় বি ব্লকের শহীদ ডা. মিল্টন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা আলোচনা অনুষ্ঠান শুরু হয় গান ও প্রামান্য চিত্র “আলোর পথযাত্রী” প্রদর্শনের মাধ্যমে।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক, লেখক ও ঔপন্যাসিক জনাব সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও সমাপনী বক্তব্য রাখেন সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান।
আলোচনা সভায় “বঙ্গবন্ধুর নারী উন্নয়ন ভাবনা” নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত পরিচালক ডা. সাকী খন্দকার। “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৩ (স্বাস্থ্য) ও নারীর সম্পৃক্ততা” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. শিউলী চৌধুরী। “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৫ (জেন্ডার) ও নারীর অংশগ্রহণ” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন। অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, অত্র বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদসহ সম্মানিত ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্সবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে দিবসটি প্রতিপাদ্য বিষয় হলো “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা সাহিত্যিক, লেখক ও ঔপন্যাসিক জনাব সেলিনা হোসেন তাঁর বক্তব্যে মানব সভ্যতার ধারক ও বাহক হলো নারী উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর জীবন দর্শনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা যে অনস্বীকার্য বারংবার সেটি উঠে এসেছে। সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বলেন, নারী পুরুষের সম অধিকার রক্ষার বিষয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে সুনিশ্চিত করে গেছেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারী সমাজ দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। কোনো কোনো বিষয়ে নারীরা তাঁদের মেধাকে কাজে লাগিয়ে পুরুষের চাইতেও এগিয়ে গেছেন। তবে দেশের সামগ্রিক উন্নয়নে সকল ক্ষেত্রে নারী ও পুরুষ সমতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার বিকল্প নাই।
‘বঙ্গবন্ধুর নারী উন্নয়ন ভাবনা” শীর্ষক প্রবন্ধে বঙ্গবন্ধু নারী অধিকারের যে ভিত্তি স্থাপন করে গিয়েছেন এবং নারীর ক্ষমতায়ন ও নারীর সামাজিক অধিকার ও সম্মানের কথা মাথায় রেখে বাংলাদেশের সংবিধান ও অন্যান্য সকল কর্মকা-ে যে অবদান রেখে গেছেন তা অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে। “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৩ (স্বাস্থ্য) ও নারীর সম্পৃক্ততা” বিষয়ক প্রবন্ধে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের বিশ্বের সকলের সাথে এগিয়ে যাওয়ার বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠেছে। শুধুমাত্র মাতৃমৃত্যু হ্রাসই নয়, সকল বয়সী নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব এবং সেই লক্ষ্যে নারীস্বাস্থ্যের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
“টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৫ (জেন্ডার) ও নারীর অংশগ্রহণ” বিষয়ক প্রবন্ধে জেন্ডার সমতা অর্জনে বাংলাদেশের অনেক উন্নতি সাধন এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে যা সকলের সমান অংশগ্রহণের মাধ্যমেই মোকাবেলা করা সম্ভব। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই অঙ্গীকার করেন যে, সকল ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বস্তরে সকলকে একসাথে এগিয়ে যেতে হবে।