মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র আহত
প্রকাশিত : ৮ মার্চ ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌৗলভীবাজার শাহমোস্তফা কলেজের ছাত্র সারোয়ার আহমেদ তানভীর (১৮) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তানভীর ২৫০ শয্যাবিশিস্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘঠনায় কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের বীর শহীদ মুক্তিযোদ্ধা মন্তাজ আহমদ এর পুত্র শহরের হক এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ সামছুল হক মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত তানভীর ও তার পিতা সামছুল হক জানান- গত ৪ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে গীর্জাপাড়া এলাকার সৌদিয়া কার সেন্টার এর সামনে কোন কিছু বুজে উঠার আগেই অজ্ঞাতনাম কয়েকজন লোক তানভীরকে চেতনানাশক ¯েপ্র নাকে লাগাইয়া তাকে অজ্ঞান করে ফেলে এবং সেখানে একটি সাদা রংয়ের প্রাইভেট কার দিয়ে উঠাইয়া নিয়া কমলগঞ্জ থানাধীন কালী মন্দির বাজার হইতে বড়চেক রোড়ে রাইস মিলের সামনে নিয়ে ফেলে যায়। পরবর্তীতে পরিচিত লোকজনদের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।