আজ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কাছে ঔষধ সামগ্রী হস্তান্তর করবে বিএনপি

প্রকাশিত : ২৬ মে ২০২১

ফিলিস্তিনি জনগণের জন্য ওষুধ পাঠানোর সিদ্ধান্ত মোতাবেক দেশটির রাষ্ট্রদূতের কাছে ওষুধ হস্তান্তর করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধাহতদের জন্য ঔষধ পাঠানোর সিদ্ধান্ত নেয় দলটি।

আজ বুধবার (২৬ মে) বেলা আড়াইটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় ফিলিস্তিনি দূতাবাসে গিয়ে দেশটির রাষ্ট্রদূতের কাছে ওষুধ হস্তান্তর করবেন। প্রতিনিধি দলে থাকবেন-চেয়ারপার্সন উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে গেল সোমবার (২৪ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, মুসলিম ভ্রাতৃত্ব ও মানবততার পক্ষের শক্তি হিসেবে ফিলিস্তিনের নাগরিকদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আমাদের দল ইতিমধ্যে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধাহতদের জন্য ঔষধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মতামত লিখুন :