জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে বিএনপির শ্রদ্ধা

প্রকাশিত : ২৫ মে ২০২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বরে কাজী নজরুল ইসলামের কবরে বিএনপির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন রাজু ও আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল, জাসাসের সহ সভাপতি লিয়াকত আলী, শাহরিয়া ইসলাম শায়লা, অ্যাডভোকেট আমিনুল হক ও আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকন, ইঞ্জিনিয়ার মঞ্জু মিয়া ও শাহ মো. বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে কবির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আপনার মতামত লিখুন :