অভ্যু’ত্থা’নের পর প্রথম সশরীরে আদা’লতে সু’চি

প্রকাশিত : ২৪ মে ২০২১

সামরিক অভ্যু’ত্থানে ক্ষম’তাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে সোমবার আদা’লতে হাজির করা হয়েছে। তার আই’নজীবী জানিয়েছেন, ১ ফেব্রুয়ারির অভ্যু’ত্থানের পর এই প্রথম তাকে সশরীরে আদা’লতে হাজির করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আইনজীবী থায়ে মাউং মাউং জানান, সু চির স্বাস্থ্য ভালো আছে। আইনজীবী দলের সঙ্গে প্রায় ৩০ মিনিট মুখোমুখি আলোচনা করেছেন। ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন সু চি। এরইমধ্যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর হচ্ছে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের করা অভিযোগ।

গত বৃহস্পতিবার (২০ মে) জান্তা সরকারের প্রধান অং হ্লাইং মিন বলেছিলেন, সু চি ভালো আছেন এবং শিগগিরই তাকে দেখা যাবে। তিনি আরও বলেন, মিন অং হ্লাইং বলেন, কয়েক দিনের মধ্যেই সু চি আদালতে হাজির হবেন।

আপনার মতামত লিখুন :