শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তৈরি হচ্ছে সেশনজট

প্রকাশিত : ২৪ মে ২০২১

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচী পালন করা হয়। পরে তারা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে প্রায় আধাঘণ্টা অবস্থান কর্মসূচী পালন করে।

এসময় বক্তব্য রাখেন ফুড এন্ড প্রসেসিং অনুষদের শিক্ষার্থী জুলকিফল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের শফিকুল আযম অপু, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের সাইফুদ্দিন সিদ্দিকী, আল মামুন, ডিভিএম অনুষদের রিয়াজুল হাসান রিয়াজ, সাজ্জাদ জহির সৈকত, শারাবান তহুরা, কৌশিক সরকার, ফাইন্যান্স অনুষদের আব্দুর রহমান, অ্যাকাউন্টিংয়ের রাহাত সরকার প্রমুখ।

তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে যখন সবকিছুই স্বাভাবিকভাবে চলছে তখন কেন করোনার অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হচ্ছে। দিনের পর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন, সেশনজট তৈরি হচ্ছে। এমতাবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলে মানসিক প্রশান্তি ফিরে আসবে।

আপনার মতামত লিখুন :